ফুচকার সাথে টক - মোহাম্মদ ইল্ইয়াছ

প্রকাশিত হয়েছে : মে ৪, ২০২২ | দেখা হয়েছে: ৬৩৬ বার
ফুচকার সাথে টক - মোহাম্মদ ইল্ইয়াছ

লাল শাড়িটি পরলো যে আজ
আমার বুবু রুমকি,
সুবাস চন্দন আতার গোলাপ
মাখলো মুখে চুমকি।

বুবুর সাথেই ঘুরবে যে আজ
ঐ পাড়ারই সিমকি,
মজার খাওয়া খাচ্ছে দেখি-
রসগোল্লা আর নিমকি। 

তোমাদের সাথে আমিও যাবো 
যাওয়ার কিন্তু সখ!
আজকে আমি খাবাবো মজার
ফুচকা সাথে টক।

মোহাম্মদ ইল্ইয়াছ। ঢাকা 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন