ফুচকার সাথে টক - মোহাম্মদ ইল্ইয়াছ
লাল শাড়িটি পরলো যে আজ
আমার বুবু রুমকি,
সুবাস চন্দন আতার গোলাপ
মাখলো মুখে চুমকি।
বুবুর সাথেই ঘুরবে যে আজ
ঐ পাড়ারই সিমকি,
মজার খাওয়া খাচ্ছে দেখি-
রসগোল্লা আর নিমকি।
তোমাদের সাথে আমিও যাবো
যাওয়ার কিন্তু সখ!
আজকে আমি খাবাবো মজার
ফুচকা সাথে টক।
মোহাম্মদ ইল্ইয়াছ। ঢাকা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!