ইন্দ্র পতনের শব্দ - মহম্মদ সফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে : মার্চ ২১, ২০২৪ | দেখা হয়েছে: ৩১৫ বার
ইন্দ্র পতনের শব্দ - মহম্মদ সফিকুল ইসলাম

মার চোখের সামনে ভীত সন্ত্রস্ত অসংখ্য নক্ষত্র
ওঁরা লুকানোর পথ খুঁজছেন
কোন নির্জন গুহা পাচ্ছেন না
ড‍্যাবড‍্যাব করে শুধু দেখে চলেছেন
আমার ভ্রুরুর ওপর দুটো পিঁপড়া বসে হাসছে;
অপমানে ভয়ংকর গর্জাচ্ছেন কয়েকটি নক্ষত্র,
পিঁপড়া হেসে বলল,-- আমার বয়ে গেল!

একঝাঁক বাজপাখি উড়ে গেল নদীর উপর দিয়ে 
মাছেরা বুঝতে পেরে কেঁদে উঠল
ততক্ষণে ওদের ঝাঁক ছত্রভঙ্গ 
সংখ্যা গেল কমে
চারপাশে গভীর নিস্তব্ধতা
ইন্দ্র পতনের শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে।

মহম্মদ সফিকুল ইসলাম 
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন