হলুদ খামের দিনগুলো - মো.মহিবুল ইসলাম মহিন

প্রকাশিত হয়েছে : মার্চ ৯, ২০২৪ | দেখা হয়েছে: ৪৭৫ বার
হলুদ খামের দিনগুলো - মো.মহিবুল ইসলাম মহিন

কটি ছোট্ট চার কোনা হলুদ খাম,
যার মাঝে লুকায়ে রয়েছে,
কত শত আবেগ জড়ানো স্মৃতি অম্লান।
মনের কোনে জমানো, প্রেয়সীর মান অভিমান,
কত শত মায়ের নিরেট খাঁটি জমানো,
দূর পরবাসে সন্তানের জন্য পাঠানো ভালবাসা অম্লান।
কত শত বাবার, শাসনের আড়ালে লুকানো,
সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জয়গান।
কত শত ভাইয়ের নিঃস্বার্থ ভালবাসার,
বোনের প্রতি স্নেহমাখা অবাধ বিচরণ।
একটি হলুদ খাম,কত গুলো লাইন,
বিস্তর জুড়ে থাকত, একেকটি
হৃদয় নিঃশেষীত রক্তক্ষরণ।
প্রতিটি কলমের খোচাতে থাকতো,
হৃদয় নিংড়ানো আবেগের ধরন,
সুখ দুঃখের মাঝে এক অবাধ মেলবন্ধন।
সবি আছে তব এই ভূবনে,
কিন্তু এরি মাঝে হারিয়ে গিয়েছে,
আমাদের সেই হলুদ হলুদ খামে,
আবেগ জড়ানো সেই সোনালী স্মৃতি! 

মো.মহিবুল ইসলাম মহিন
বিরামপুর, দিনাজপুর
বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন