আমন্ত্রণ – সেলিনা শেলি

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৯, ২০২০ | দেখা হয়েছে: ১৩০৫ বার
আমন্ত্রণ – সেলিনা শেলি

রৌদ্রের প্রখরতা যাচে সূর্য
চন্দ্র তার ছায়াতেই খুশি।
তারা বলে আমি আছি পাশাপাশি
ভেবোনা দেবো তুমায় বারমাসি হাসি।

বিবাগী মেঘ বলে বসনা আমার পাশে
উড়িয়ে বানাবো বৃষ্টি
জমিনে ছড়িয়ে দেবো 
প্রেমের তৃপ্তি নেবো 
করবো নতুন সৃষ্টি।

জমিন চেয়ে বলে 
এসেছো আমার বুকে? 
বিলায় না এই হৃদয়ে
সব জল চুষে নেবো
হাসির ফোয়ারা দেবো
যেওনা আমায় হারিয়ে!

আমন্ত্রণের পালা শেষ। 
চন্দ্র তার নেয় দেশ।
সেই ভালো নীলে আছে একা
ভয় কি পাশে আছে সহস্র তারকারাজি
মাঝে মাঝে মেঘ দেয় দেখা।

মেঘ আড়াল করে সূর্যটা উকি দেয়
রংধনু ওঠে দেয় হাসি।
বৃষ্টি জড়িয়ে বুকে রংধনু বলে তাই
ভালবাসি ভালবাসি। 

সেলিনা শেলি । ইংল্যান্ড 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন