পারস্পারিক বোঝাপড়া - সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৯, ২০২৩ | দেখা হয়েছে: ৪৮৫ বার
পারস্পারিক বোঝাপড়া - সিদ্দিকা ফেরদৌস তরু

পারস্পারিক বোঝা সুখের লাগি
পারস্পারিক বোঝা দু:খের লাগি
খন্ডিত,চুর্ণিত দুমড়ানো সর্ম্পক,
কখনো ভয়াবহ কখনো কুঞ্চিত
সার্থকতা কোথায়? অস্তিত্ব অনুপস্থিত।
মাঝে মাঝে বোঝাপড়াটায় দলন,মর্দন,
কখনো বা চলে কর্তন
আবার কখনো কোমল পেলব নিপুন।
প্রকৃতিজাত নিসর্গ মিলন হয়
কখনো বা অবরুদ্ধ,
কখনো বা হয় মৈত্রী,সৌহার্দ্য কিংবা বন্ধুত্ব।
আসলে বোঝাপড়ায় নয় ঘাটতি,
থাকবেনা বঞ্চনা কিংবা অধিপতি।
হবেনা চপল,কম্পিত কিংবা অস্থিরতা
আসলে সর্ম্পকের বোঝাপড়াটা শুধুই সমঝোতা।

সিদ্দিকা ফেরদৌস তরু
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন