ও মেয়ে - মুতাকাব্বির মাসুদ

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৯, ২০২১ | দেখা হয়েছে: ৭৬২ বার
ও মেয়ে - মুতাকাব্বির মাসুদ

মেয়ে তুমি 
নিজে জ্বলে জ্বলে আর কত
আলো-আঁধারে 
অনিচ্ছায় নিবন্ধিত বাসর সাজাবে
অবিরাম জলের ফোঁটায় নিশীথ কাজলে 
সোনালি চোখের গ্রিলে কুমারী ওম রাখো
তোমার যৈবতী আলোর শেকড়ে
নিরুপম অহংকারী নিঃশ্বাসে-    
এবার জেগে ওঠো অনিরুদ্ধ সেই
শাশ্বত নারীর দীপ্ত সত্তায়
বেরিয়ে এসো অগুনিত দীপাবলির মিছিলে 
ভেঙ্গে ফেলো কোমল হাতে 
নকল সোনার বন্ধকী কাঁকন বৃত্ত ! 

১৯-১২-২০২১
মুতাকাব্বির মাসুদ 
শ্রীমঙ্গল, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন