আগুনজলে রোদের সিঁড়ি - মুতাকাব্বির মাসুদ

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৩, ২০১৯ | দেখা হয়েছে: ১২৬৯ বার
আগুনজলে রোদের সিঁড়ি - মুতাকাব্বির মাসুদ

মার বাগানে ভোরের অস্ফুট শিশিরে
ঝুলে আছে একটা গোলাপ!
আগুনজলে রোদের সিঁড়ি বেয়ে কে যেনো
রক্তাক্ত করে গেলো!
নলখাগড়ায় বান্ধা আটচালা ঘর।
খড়ের আগুনে জ্বলে অন্তর জ্বলে জবার।
সেও রক্তাক্ত আজ!
অলক্ত পাপড়ির বিশুদ্ধ শিরায় আজ
মহব্বতী পোকার মরণ ডিম!
নিটোল বিপ্লবী তেজে- শেকড় দিয়েছে জীবন
তবুও বিবর্ণ পাতা হলুদে সাজায় নিজেকে
আমি বুঝিনা মানুষ কেন তার ভেতরের প্রজাপতি
গোলাপ হওয়ার আগেই হত্যা করে?

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন