আজ - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৬, ২০২৪ | দেখা হয়েছে: ৩১৭ বার
আজ - শীতল চট্টোপাধ্যায়

ছোট হতে -হতে আকাশটা আজ বিন্দুতে
বড় হতে -হতে অপরাধ আজ সিন্ধুতে।

নেই বলে-বলে সত্যি নেই আজ জ্যোতিতে
ভুল বলে -বলে ঠিকরা নেই আজ গতিতে।

সরে যেতে -যেতে মানুষরা আজ পরেতে
খরা পেতে -পেতে মনগুলো আজ চরেতে।

রোদ বেড়ে -বেড়ে দেহগুলো আজ তাপেতে
মন কমে -কমে হৃদয়রা আজ চাপেতে।

পথ ভেঙে -ভেঙে পথেরাও আজ স্মৃতিতে
মিছে গড়ে -গড়ে মিথ্যাচার আজ নীতিতে।

চোখ বেঁধে -বেঁধে দেখা নেই কাছ ,দূরেতে
ঠোঁট চেপে -চেপে বাঁশি নেই আজ সুরেতে।

ডোবা মেরে -মেরে দেয়াল উঠছে ইটেতে
ন্যায় খেতে -খেতে মানুষরা আজ কীটেতে।

বাড়ি ছেড়ে-ছেড়ে মাটি বাড়ি ভাঙে একাতে
পথ জুড়ে -জুড়ে ফেরা নেই ফিরে দেখাতে।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন