মহামানব - অনিরুদ্ধ আালি আকতার

প্রকাশিত হয়েছে : মে ২৪, ২০২১ | দেখা হয়েছে: ১০৩১ বার
মহামানব - অনিরুদ্ধ আালি আকতার

হে মহামানব,
দেশের মাটি আজ বড়োই উষ্ণ,রুক্ষ্ম।
এই পাথুরে ভূমিতে তুমি একবার এসে দাঁড়াও।

একবার তুমি দৃপ্ত কন্ঠে বলো--
এটা তোমার স্বপ্নের ভূমি, এখানে রাহাজানি চলবে না।

দৃঢ় স্বরে বলো--
নিতান্তই যদি রাজপথ রক্তচায়, সে রক্ত অপ্রতুল হবে না ।

আরো বলো--
তোমার দেশের একটাই নিশান, একটাই বিধান ; শত্রুপক্ষ যেন তাকে স্পর্শ করার
আস্পর্ধা না দেখায়।

হে মহাপথিক,
দেশের বাতাস আজ বড়ো বিষাক্ত।
দেশের মানুষ আজ বড়োই অসহায়।

তুমি এসে মৃদু হেসে দৃপ্ত কন্ঠে সবাইকে বলো--
প্রত্যেক অলিন্দে সবুজ গাছ লাগাতে।

আরো বলো--
যদি ঝড় আসে ভয় পেয়োনা, ঐ সবুজ গাছগুলো আজাদহিন্দ ফৌজ হয়ে রুখে দেবে ঝড়।

হে ঝষি,
বিভূই থেকে একবার ফিরে এসো।
রাজদণ্ড হাতে নিয়ে নেতার বেশে তর্জনী উঁচিয়ে বলো--
জয় আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে।

অনিরুদ্ধ আালি আকতার। পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন