এসো হে বসন্ত আমার জীবনে - শিবব্রত গুহ
এসো হে বসন্ত আমার জীবনে,
খুশীর খবর নিয়ে,
আমার মনকে ভরিয়ে দিয়ে যাও,
শুধু আনন্দ দিয়ে।
ঋতুরাজ তুমি,
তোমার রূপ মুগ্ধ করে আমায়,
বছরভর আমি বসে থাকি, শুধু,
তোমারি প্রতীক্ষায়।
তোমার দূত কোকিলের গানে,
আকাশ বাতাস মুখরিত আজ,
তোমার পরশে চোখ টানে
প্রকৃতির অপরূপ সাজ।
এসো হে বসন্ত, আমার জীবনে,
দূর করে দাও যাবতীয় কলুষতা,
আমার মনের,
আমার জীবনে তোমার উপস্থিতি,
আনন্দের,
আনন্দের,
শুধুই আনন্দের।
শিবব্রত গুহ । গড়ফা, কোলকাতা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!