মেঘে মেঘে পাঙ্গা - সবিতা বিশ্বাস

প্রকাশিত হয়েছে : জুন ১১, ২০২০ | দেখা হয়েছে: ১১০৩ বার
মেঘে মেঘে পাঙ্গা - সবিতা বিশ্বাস

বেঁধে গেছে মারামারি মেঘে মেঘে পাঙ্গা
ডাল ভাঙে মড়মড় গাছপালা নাঙ্গা
ঠকাঠক ঠকঠক দরজায় ধাক্কা
খড়খড়ি খুললেই ঢুকে যাবে পাক্কা

ডম্বরু বাজে শোনো ডুগ ডুগ ডঙ্কা
খোড়ো চাল উড়ে যায় মনে লাগে শঙ্কা
চড়বড় চড়বড় টিন চালে শব্দ
ঢিল নয় শিল ছুঁড়ে করে দিল জব্দ

আঁধারের বুক চিরে বিদ্যুৎ জ্বলছে
তাল গাছ টাল খেয়ে মাথা ঘুরে টলছে
টুই টুই টুই টুই পাখি ছানা কাঁদছে
বাসা ভেঙে জলে ভিজে থরথর কাঁপছে

মেঘে মেঘে লড়ালড়ি মেঘে মেঘে যুদ্ধ
মেঘ তুমি থেমে যাও হয়ে যাও বুদ্ধ
ফিরে যাও হিমালয় আলো দিক সূর্য
চারিদিক ঝিকমিক ওই বাজে তুর্য।

সবিতা বিশ্বাস। নদিয়া, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন