একি সর্বনাশ - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : মার্চ ২৮, ২০২০ | দেখা হয়েছে: ১৭১১ বার
একি সর্বনাশ - দেওয়ান সেলিম চৌধুরী

কিতাবে বহুল কির্তীত তুমি, হে শক্তিবান,
মানুষের মঙ্গল ভেবে, ধর্ম্ম পাঠালে চারখান।
একেক ধর্ম্মের একেক রং, রাজা কিন্তু সমান।
সবার কাছে রাজা সত্য, সত্য রাজার মান।
সবাই বলে আমরা সত্য, সত্য তাহার দান।
অনেক দিন পরে পেলাম, সত্যের সন্ধান।
তাই সত্যের লাগি অমূল্য প্রান করিতেছে কোরবান।
মানুষ যাহাকে সত্য ভাবিয়া, প্রার্থনায় বিরাজমান,
তুমি তাহাকে অমৃত ভাবি, কেন করো নাই পান?
কেন শুধু সত্য খোঁজ, মিথ্যার কি নেই দাম?
মানুষতো তোমাকেই ডাকে, দিয়ে ভিন্ন নাম।
এতগুলো ধর্ম্ম এনে করিলে সর্বনাশ,
তোমার কি হয়না মনে, তুমিই হয়েগেছ তুরুপের তাস।

দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা।।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন