অচেনা কবি - মোঃ মোশফিকুর রহমান

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৩৫ বার
অচেনা কবি - মোঃ মোশফিকুর রহমান

তুমি কি এখনো রাত জেগে থাকো
ভাবো কি আমার কথা,
হয়তো জানো না তোমার অভাবে 
এ বুকে কতোটা ব্যথা!
দূরের আকাশে খুজেছো কি কভু
আমার মুখের ছবি,
আজ না হলেও একদিন তুমি
ভালবাসতে অচেনা এই কবি!

তুমি কি এখনো বৃষ্টি দিনে
মেঘেদের সাথে খেলো,
আউলা বাউলা কবির প্রেমে
এখনো কি রোজ পোড়ো?
তোমার আকাশ কবির মতোই
থাকে কি মেঘা শূন্য,
কবিরাই জানে তাদের হৃদয়
কতটা অপূর্ণ!

মোঃ মোশফিকুর রহমান । কিশোরগঞ্জ, নীলফামারী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন