সময়ের অপেক্ষায় - বাসব রায়

প্রকাশিত হয়েছে : জুন ২৯, ২০২১ | দেখা হয়েছে: ৯৮১ বার
সময়ের অপেক্ষায় - বাসব রায়

বৃষ্টি যেন তার ছন্দ ফেলেছে হারিয়ে 
ভাবনাগুলো একসাথে নির্বিকার দাঁড়িয়ে 
প্রেমের কদম হারিয়েছে বৃষ্টি  
থমকে দাঁড়িয়েছে দেখো মহাসৃষ্টি 
শাপলারা তাই ঘোলাটে জলে যাচিয়ে 
সময়কে বলে, সব ভুলে দাও বাঁচিয়ে ৷ 

মনগুলো সব হয়ে গেছে চুরি কে জানে 
দিনগুলো শুধু চেয়ে আছে গোধূলির পানে 
মৃত উৎসবে নেই বেঁচে নেই কেউ 
সৈকতে আসে একের পর এক ঢেউ 
ভুলে করে ফেলি ভুলের স্বরলিপি গানে 
বিরহ এসে শোনায় অন্তরা কানে কানে ৷ 

যুগের ব্যবধানে যুগ পেরিয়েছে বারবার 
দুর্ভাবনার দুঃসহ রাত পুড়ে হোক ছারখার ৷ 

বাসব রায়। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন