রাজনীতি - জাকির সোহান

প্রকাশিত হয়েছে : আগস্ট ২, ২০২৪ | দেখা হয়েছে: ৪৮৬ বার
রাজনীতি - জাকির সোহান

রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ আমি
আমাকে পাপী বানিয়ে লাভ কি আপনাদের?
বেঁচে থাকার প্রয়োজনে সর্বত্র হাজির;
এক ঈশ্বরে  তাই পোষায় না আমার,
আপনি যেই হোন- আমার ইতিহাস জেনে রাখুন;
রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ আমি।

আপনাদের মহানুভবতার  নাগরিক, ভোটার
কিংবা দেশপ্রেমিক খেতাবে জীবন চলে না আমার

একটাই সবিনয় অনুরোধ,
আমাকে আমার মত থাকতে দিন
রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলাই -আমার ঈবাদত।

জাকির সোহান
টাঙ্গাইল, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন