ভালোথাক সম্পর্ক -শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৭, ২০২১ | দেখা হয়েছে: ১১৯১ বার
ভালোথাক সম্পর্ক -শুভ জিত দত্ত

য়তো নিজেকে ভাবি না
তোমার সমকক্ষ
একটু আড়াল থেকে হলেও
প্রিয় মানুষটি হয়ে থেকো

কখনো মনের ভুলেও কাছেই
গিয়ে আমি দাঁড়াবো না
শুধু দূর থেকে দেখবো তোমায়
যদি কখনো সুযোগ হয়

প্রকাশ করতে যত বাধা বিপত্তি
তাই অপ্রকাশিত হয়ে থাক না
শুনেছি কাছাকাছি হলেই নাকি
কত মধুর সম্পর্ক ভেঙে যেতে

তবে এই ভালো আমার মাঝে
তোমার অস্তিত্ব থাকুক চিরকাল
শুধু কল্পনাকে বেছে নেব 
দুজনের সঙ্গী করে।।

শুভ জিত দত্ত। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন