শীত এসেছে - আনোয়ার হোসেন মামুন

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৫, ২০২০ | দেখা হয়েছে: ১০৭১ বার
শীত এসেছে - আনোয়ার হোসেন মামুন

শীত এসেছে নগর জুড়ে
শীত এসেছে গায়ে,
শীত এসেছে কাপড় নিয়ে
সব মানুষের দ্বারে।  

শীত এসেছে কুয়াশা নিয়ে
শিশির ভেজা ঘাসে,
শীত এসেছে উত্তরের সমীরে
অসহায় মানুষের মনে।

শীত এসেছে কৃষকের খেতে
মৌসুমি সব ফসলে,
শীত এসেছে শস্য ফুলের
মৌ মৌ ঘ্রাণে।  

শীত এসেছে শীতল পরশে
ভোরের সূর্যের মিষ্টি আলোতে,
শীত এসেছে খেঁজুর রসে 
পিঠা পুলির হাড়িতে।

শীত এসেছে গাছের ডালে
বিষন্ন সব ফুলে,
শীত এসেছে কবির মনে
কবে বসন্ত আসবে ফিরে।

আনোয়ার হোসেন মামুন । কুমিল্লা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন