কলঙ্কিত নারী - হরেকৃষ্ণ দে

প্রকাশিত হয়েছে : মার্চ ৮, ২০২০ | দেখা হয়েছে: ১৪৪১ বার
কলঙ্কিত নারী - হরেকৃষ্ণ দে

ভাগীর জন্য কেউ গলা ফাটালো না।
অষ্টাদশী সদ্য যুবতী অভাগী
পিতৃহারা কন্যার আর্ত চিৎকার
কর্ণপটহে ধাক্কা দিতে পারেনি এই
সমাজের।
আজ অভাগী বেওয়ারিশ অন্তঃসত্ত্বা,
কামনার দাবানলে
পাশবিক যৌনতার শিকারে সমাজের কলঙ্কিত নারী।

কেউ অভয় দিতে এগিয়ে আসবেন
এই অসহায় ছিন্ন সমাজের সামিয়ানায়?

না!

কেউ নেই।

সারা জীবন পাপের মস্ত ভার বহন করতেই হবে
এই অভাগীকে।
খেটে খাওয়ার জীবন সংগ্রামে
লড়াকু মনে যৌবনের উত্তাল ঝড়
সামলাতে পারেনি অদূরদর্শীতায়,
কাঁচা মাথায় কাঁচা কামনার উত্তাপ
পারে নি প্রশমিত করতে।

তাই আজ অভাগী গ্রামছাড়া,
অনাগত সন্তানকে নিয়ে সমাজচ্যুত।
আজ অভাগী নিরুদ্দেশ....
নতুন ঠিকানা গড়ে
নতুন মাইলস্টোনে তার সন্তানকে
আকড়ে ধরে চলছে।
আর সেই বংশপরিচয়হীন সন্তানের
কাছে প্রতিনিয়ত জবাবদিহি করতে করতে
নিঃশেষিত হয় জীবনের আলো।
সারা দেহে চাপ চাপ অন্ধকার,
দলা দলা ঘৃণায় জমে ওঠে প্রশ্ন—
কীসের সমাজ?
কীসের সংস্কৃতি?
কীসের মানব সভ্যতা?

এত আইন কানুনেও
অভাগীর সন্তান আজও পেলনা বংশ পরিচয়।
সব পাপ হজম করে,
অন্যায়ের নরবলি হয়ে,
ইজ্জতের দেউলিয়া হয়ে
সমাজের ঘুণে ক্ষত বিক্ষত হচ্ছে অবিরত।।

হরেকৃষ্ণ দে। বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন