অভিমান - নির্মল এস পলাশ

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩০, ২০২০ | দেখা হয়েছে: ১০৯৬ বার
অভিমান - নির্মল এস পলাশ

জ তুমি এত অভিমান
দিনের আলোটাও
কুয়াশায় ঢেকে রেখেছে
তাই বলে কী
আমায় ছুবে না ---?

ঘুম - নির্ঘুম আঁধার রাতে 
দুজনের অদৃশ্য যাপনে ,
ভোরের পাখিরা তোমারী
কথা বলে যায় -----
অভিমানে তুমি নিশ্চুপ।

অভিমান ভরা মোমের আলোও
নিভু নিভু করে আলো ছড়ায়
যেনো আঁধারে না হারাই ,
পুকুর জলেও সেই প্রতিচ্ছবি
তাই বলে কী দেখবে না।

কান্নারাও থেমে যায়
অতল গহীন স্মৃতিকথায়
বৃষ্টি প্রহরে শীতল আলিঙ্গন
অগোচরে অনুভবতা
তাও কী মুছে দেবে।

তবুও কী অভিমানী রবে
শত স্মৃতির মেলায়
আলো - আঁধারে আলতো
ছোঁয়ায় ডাকবে না।

নির্মল এস পলাশ
কমলগঞ্জ, মৌলভীবাজার

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন