নাহিক প্রেম নাহিক প্রণয় - হারুন রশীদ বাঙলাবাজ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৩, ২০২৫ | দেখা হয়েছে: ৪৪০ বার
নাহিক প্রেম নাহিক প্রণয় - হারুন রশীদ বাঙলাবাজ

লি সদা বিষাদ তাড়িত আশাহত 
তাই কাদে নিভৃতে নীরবে বিষন্ন মন
বহে অনিমেষ অনন্ত ধারা 
কোলাহলহীন এ নিরব যাতন।

জীবন নদীর বিক্ষুব্ধ বানে
চলিছে সদা ভাঙ্গাগড়ার প্রমত্ত খেলা 
চলি তাই যাতনা বিভোর 
কখনও গরল কখনও মধুর
সহিয়া রহি সদা সকাল সন্ধা বেলা।

উদাস জীবন অলস প্রহর 
সকলি গরল ভেল শোকের নহর
অনুভবি সদা একি করুণ দহন
নাহিকো সুহাস নাহিকো সুখন
পড়ন্ত বেলা রবির কিরণ 
নাহি আসি ধায় শান্ত পবন। 
কাটে প্রহর নিভৃত কোণে অনন্ত সময়
প্রেম প্রিতী আজি নিরব পরবাসে রয় 
শুষ্ক ধূসর হেরি চারিদিক 
নাহিক প্রেম নাহিক প্রণয়।

হারুন রশীদ বাঙলাবাজ 
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন