ভুল যাত্রা - এম এ ওয়াজেদ

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৯, ২০২৪ | দেখা হয়েছে: ৬০৯ বার
ভুল যাত্রা  - এম এ ওয়াজেদ

মার বাড়ির ফুলদানিতে
একটি প্রেমের গোলাপ ছিল
সেদিন বিকেলে গিয়ে দেখি
গোলাপ ফুলটি শুকিয়ে গেছে 
তার অভিমান আমি বুঝতে পারিনি
আত্নহত্যা কিনা সেটাও জানিনা ।

একদিন বেদনার ধূসর পাতায়
অব্যক্ত অনুভবের পঙক্তি লিখবো বলে
প্রেয়সীর রাঙা ঠোঁটের হাসি ভুলে
কষ্টের পথ পাড়ি দিয়েছিলাম
ভেবেছিলাম গাঢ় অন্ধকার দূর হবে
মুখোশ পরা চেহারাগুলো আমি চিনতে পারিনি।

অনেকবার বসন্ত ঋতুর খোঁজ করেছি
খোঁজ করেছি দিনপঞ্জিকার পাতা 
সন্দেহগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
আসলে কী পৃথিবীতে বসন্ত আছে
থাকতেও পারে
আমি চাই আমার ভুল যাত্রা জীবিত থাকুক।

এম এ ওয়াজেদ
আমানা গ্ৰীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন