দুঃখকে ভালোবাসি - জয়দেব বেরা (রামধনু)

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৭, ২০২৪ | দেখা হয়েছে: ৬৭৭ বার
দুঃখকে ভালোবাসি - জয়দেব বেরা (রামধনু)

মি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় জীবনের অর্থ শিখিয়েছে;
প্রেমের অনুভূতি প্রথম অনুভব করেছি
দুঃখের সাগরের তীরে বসে।

আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় চিনিয়েছে -
রামধনুর সাতটি রঙের মতো
মানুষের রঙ গুলোকে।

আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় উপলব্ধি করিয়েছে
ঘাম বিক্রির পরিশ্রমের-
একমুঠো ভাতের মূল্য।

দুঃখই আমার কাছে 
জীবনের এক গ্রন্থাগার;
যেখানে পাই বাস্তবতার জ্ঞান
তাই, আমি দুঃখকে ভালোবাসি।

জয়দেব বেরা (রামধনু)
পূর্ব মেদিনীপুর,  ভারতবর্ষ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন