মানবতার হাসি - রহিমা আক্তার রীমা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২১, ২০২০ | দেখা হয়েছে: ১২৭১ বার
মানবতার হাসি - রহিমা আক্তার রীমা

ড়োসড়ো হয়ে রাস্তার ধারে
ঘুমায় শীতের রাতে,
নিস্তার নাই পেটের দায়ে
জাগা চাই প্রাতে।

কখন শীত আর কখন গ্রীষ্ম
দিন গেলেই হলো
রাত্রি যখন দুই চোখেতে
রাজ্যের ঘুম এলো।

পাশ কাটিয়ে চলছে সবাই
চোখ-হৃদয় বন্ধ
থাক না নিজের অঢেল তবু
বিবেকটা যে অন্ধ।

আলিশানে ঘুমায় যারা
ঘুম নেই তবু চোখে
বিত্তের প্রলেপে শীত ঢেকে
ভোগে নানান অসুখে।

সৃষ্টির সেরা মানুষে-মানুষে
চলছে এত তফাত
নিন্ম-বিত্তের অবসানে চাই
না হোক অভিসম্পাত।

নিজের সম্বল যতটুকু হোক
তাতেই দাঁড়াই পাশে,
ধনী-গরীব সমতায় যেন
মানবতার হাসি হাসে।

রহিমা আক্তার রীমা । ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন