জীবনের শ্রুতলিপি - মুতাকাব্বির মাসুদ

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ৫, ২০২৩ | দেখা হয়েছে: ৮৪১ বার
জীবনের শ্রুতলিপি - মুতাকাব্বির মাসুদ

ত্য সময়ের চেয়েও সুন্দর!
কিন্তু সুন্দরের ভেতর
এখন সেই সত্য নেই-
এটা সত্য!
জীবন এক চরম সত্যের ভেতর
কঠিন নীরবতা
অতিক্রম করা কারো পক্ষে সম্ভব না। 
সত্যের ভেতর এক অনধিগম্য মহাকাল!
আমার এক হাতে ধূসর স্বপ্ন
আর হাতে ধূসর কল্পনা
সময়ের এখন গভীর অসুখ! 
তবুও মানুষ সময়কে নিয়েই বাঁচতে চায়!
আমার জোড়া চোখ স্বপ্ন-কল্পনার কাছে ঋণী-
আমি ঋণী বিমূর্ত, দুর্বোধ্য  সময়ের কাছে।
এটাই জীবনের এক অমীমাংসিত শ্রুতলিপি!

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন