কানে ধরা – কবির চৌধুরী

প্রকাশিত হয়েছে : মার্চ ২৭, ২০২০ | দেখা হয়েছে: ১১৭৪ বার
কানে ধরা – কবির চৌধুরী

হ্যালো_
হে মহা প্রতাপশালী-
লকডাউন-
কোয়ারেন্টাইন-
সেলফ আইসোলেশন-
‘করোনা’
এসব গুরুগম্ভীর শব্দের সাথে আমি পরিচিত নই
এমন কি আমি জানি না-
তুমি কে?
রোগ?
প্রভু?
না অন্য কিছু?

হে পরাক্রমশালী, তুমি কী জানো?
আমি ভুখা-
আমি অশিক্ষিত-
আমি দিনমজুর!!
পেটের দায়ে বাইরে এসেছি-
আর বাইরোবুনা-
এবারের মত
মাফ কইরা দ্যান।
বাবাগো- মাগো--
দুই কানে ধইরা কইলাম
আর___
তোমার অবাধ্য হব না
তুমি-
যেভাবে আছো
সেভাবেই থাকো—
সারাজীবনই থাকো।

কবির চৌধুরী। অটোয়া, কানাডা


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন