মানুষ ও প্রকৃতি - মহম্মদ সফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৭, ২০২৪ | দেখা হয়েছে: ৩৭১ বার
মানুষ  ও প্রকৃতি - মহম্মদ সফিকুল ইসলাম

খন পৃথিবীতে শুনি মেঘের আর্তনাদ 
দলবদ্ধ ওরা কি নীরব কান্না ভুলে গেছে?
ক্রুদ্ধ হয়ে তেড়ে এলে পরম বিস্বাদ;
মানুষ জীব প্রকৃতির কান্নায় ভেসে
যায় চলে লয়ক্ষয়ে তটভূমি, ধ্বংসের শেষে।

চলে যাক ভয়
আসুক বৃষ্টি
পৃথিবী সুস্থ রবে
মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক হলে নিখাদ।

চোখ মুছে মেলে দেখি
সব তারা খসে গিয়ে একটা মাত্র টিমটিমের আলো
পিদিমের তেল শেষ হলে
আঁধার হতে না হতে
সূর্য নিকটে এসে দিন দিয়ে গেল;
কান্না সব বাষ্প হয়ে খুশিতে চোখ ছলছল!

মহম্মদ সফিকুল ইসলাম 
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন