সেলিনা শেলির দু'টো কবিতা

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৯, ২০২০ | দেখা হয়েছে: ১০৩৪ বার
সেলিনা শেলির দু'টো কবিতা

 

তুমি আমি
জমিন হতে হতে আমি যমুনা হয়েছি
গাছ ফুল ফল পাখি মাছ সবই হয়েছি।
      আর তুমি,
আকাশ হতে হতে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবই হয়েছ ।  
তুমি হয়েছ তুমি আর আমি হয়েছ আমি। 
যোগের শেষ মিলেছে ঠিক বিয়োগেরটাও মিল
ভাগ পূরণের মারপ্যাচে থাকনা কিছু অমিল।

শুধু একবার 
শুধু একবার তোমার প্রেমে পড়লে
আমি সব ভুলে যাবো।
আমার আমিকে  
সস্তা জীবন এই পথ মাঠ। 
একবার প্রাণে তুমুল প্রেম দাও।
একবার আমাকে জাগাও।
শুধু একবার প্রেমী করে নাও।
এ মিছে প্রেমে হতে চাইনা ছাই।
পূর্ণ করো হৃদয় প্রিয়    
যে প্রেমে তোমাকে পাই।    

সেলিনা শেলি। যুক্তরাজ্য 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন