মীরা মুখোপাধ্যায়-র দু’টো কবিতা

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৩, ২০২০ | দেখা হয়েছে: ৯০৪ বার
মীরা মুখোপাধ্যায়-র দু’টো কবিতা

আলাপ

অনেক তো লেখা হলো,
আজ আসুন মুখোমুখি বসে
আপনার কথা শুনি

কি করে অতটা দূরে
এতখানি  ভালোবাসা দিয়ে শব্দ  সাজান!
জানতে ইচ্ছে  করে
আ মরি বাংলাভাষা.....
সময় পাবেন না তো, তাও জানি

শুধু দূর থেকে এটুকুই,
এপার বাংলার
ভোরের শিউলিফুল একজন পাঠাচ্ছে
প্রবাসে যে আছে তার কাছে 

দোল

আমার জন্য  কখনো কোনো  বসন্ত পূর্ণিমা 
আমার জন্য কখনো কোনো আবার  দেখা হবে
আমার জন্য  কখনো কোনো আবীর ভরা থালা
কোথাও  নেই  কখনো নেই। সমস্ত নয় ছয়

আমার জন্য  একলাটি মুখ নামিয়ে চলা
আমার জন্য  কারো চোখে চোখ না রাখার কথা
লুকিয়ে মোছা অশ্রুজল ,ভোলার চেষ্টা করা
শুধু,আমার জন্য  বাংলাভাষা, একটু বরাভয়

মীরা মুখোপাধ্যায় । শিমুরালী, নদীয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন