বোশেখ মেলা - শম্পা চক্রবর্ত্তী

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৬, ২০১৯ | দেখা হয়েছে: ১২০৪ বার
বোশেখ মেলা - শম্পা চক্রবর্ত্তী

য় ছুটে আয় খুকুমণি
আয়রে কাছে আয়,
ফুলবিউতে গাঁথবি মালা
জলদি ছুটে আয়।

১৮ রকম তরকারিতে
পাঁচন হবে আজ,
ইলিশ মাছে চড়ুইভাতি
দেখবি পুতুল নাচ।

গাঁয়ের মাঠে বসছে মেলা
শিমুলদিঘী তীরে,
শুনে খুকু ফেলে খেলা
ছুটল তাদের দলে।
রঙিন চুড়ি বাঁশের বাঁশি
খুকী বেজায় খুশি,
মাটির ঘোড়া একতারাতে
খোকার মুখে হাসি।

বাবার দেওয়া লাল জামাটা
পরল বোশেখ মেলায়,
খোকা এবার জেদ ধরেছে
চড়বে নাগরদোলায়।

মন্ডা মিঠাই নাড়ু খেলে
আয় ছুটে আয় কাছে,
মা রেঁধেছে সর্ষে ইলিশ
মাংসটা তার সাথে।

শম্পা চক্রবর্ত্তী
শিক্ষিকা, ফ্রোবেল প্লে স্কুল
চট্টগ্রাম, বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন