কি ভুল হয়েছিল - সত্যেন্দ্রনাথ পাইন

প্রকাশিত হয়েছে : মার্চ ১৮, ২০২১ | দেখা হয়েছে: ৯৫৭ বার
কি ভুল হয়েছিল - সত্যেন্দ্রনাথ পাইন

নেক ছোট্ট ছিল যখন তারা।
কাঁচা ঘুম ভেঙে উঠছে সবে
সেই ক্ষণে তাদেরকে সাড়া জাগিয়ে
চোখে মুখে দিয়েছি জল
সেকি ভুল হয়েছিল?
মহাকাশে যখন ঘটেনি প্রলয়
একটানা মেঘে বাজেনি
কর্কশ গুড়ুগুড়ু
আমি আত্মীয় ভেবে দিয়েছি
আসন পেতে
সেকি তবে ভুল হয়েছিল?

কচি শিশুর মতো বুকের অমৃত দিয়েছি মুখে
বাঁচাতে স্বপ্নের উপলব্ধিতে
লুপ্ত সংসারের ফুটপাতে হয়েছিল ক্ষিপ্ত যখন
দিয়েছি শিক্ষকের ছায়া
কৃষ্ণচূড়ার ডালে ডালে যখন আকাঙ্ক্ষা
মধ্যবিন্দুতে দিয়েছিল ঠেলা
সেবারের মতো ত্যাগের কর্তব্যে রোদ্দুরের
আঁচে যৌবন দিয়েছিলাম
সেকি ভুল হয়েছিল?

কবরীতে ছিল না একটি ও কুসুম যখন
প্রাণঢালা  ভালোবাসায়
করবী দিয়েছি সাজিয়ে
সেকি ভুল হয়েছিল?

ধর্মঘটের কালোমেঘে যখন
অগোচরে নদীর প্রান্তদেশে
দিকহারা পথিক হয়ে ক্ষাপাটে ছিল
দিয়েছি বস্তাবহা গরুর মতো
অক্ষয় কিছু প্রাণ লীলা
সেকি তবে ভুল হয়েছিল?
ভালোবেসে ভালোবাসা দিয়ে আজ চলেছি
অফুরন্ত মহাবিশ্বের
মহাবিশ্ময়ের স্রোতে।

অস্পষ্ট স্মৃতি অনিশ্চিত আবহাওয়ায়
অজানিত অধিকারী হতে   আজ  ইশারা দেয়।
সেও কি তবে ভুল?!!!

নাকি স্বর্ণোজ্জ্বল মহাবাণী সম্মুখে  অনন্তের পানে
আশা করেছিল প্রচুর
প্রত্যাশা প্রতিহত হয়েছে
তাই সেটায় ভুল হয়েছিল!!!???

সত্যেন্দ্রনাথ পাইন
পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন