বরিশাল – চিরঞ্জীব সরকার

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৫, ২০২০ | দেখা হয়েছে: ৯১৮ বার
বরিশাল – চিরঞ্জীব সরকার

বরিশাল 
কতো নদী বুকে নিয়ে বয়ে চলো বরিশাল
বাংলাকে নদীমাতা বানিয়েছো চিরকাল।
সবুজ সোনার ধান বুকে ধরো আদরে
ধান নদী মিশে যায় কত রূপ আহারে।
দাঁশবাবু এসেছিল ধানসিঁড়ি তীরেতে
কত সিঁড়ি ভেঙ্গে যায় সময়ের আঘাতে।
হিজল তমাল আর শালিখের দেশেতে
আজো আসে মাছরাঙ্গা ছোট খাল কিনারে।
হক সাহেব এসেছিল চাখারের বাড়ীতে
কৃষকের জয়গান গেয়েছিল সজোরে।
একবার এসো ভাই ইলিশের দেশেতে
ছুটে চলে কতো নদী সাগরের নেশাতে
সময়ের স্রোতে আমি ভেসে গেছি কতকাল
ধান নদী খালে ভরা সবুজের বরিশাল।

অন্ধকার
নদী পারে হেঁটে হেঁটে তীরে এসে বসলাম
মৃদুতালে ঢেউগুলি করে শুধু আনচান।
ছোট ছোট নাওগুলি এঁকে বেঁকে পারি দেয়
গান গেয়ে কোন মাঝি এই সাঁঝে বাড়ি যায়।
সূর্যটা ডুবে যায় ধু ধু ওই আকাশে
নদী মাঝে ছবি রেখে পারি দেয় আঁধারে।
হেনকালে হৃদয়েতে  এলে  তুমি বিড়লে
ডুবে গেছে ভালবাসা গোধুলীর পরশে।
একদিন ভোর হব পূর্বের  আকাশে
ভোরবেলা চেয়ে দেখ আনমনে বিজনে।
উঁকি দেব আলো হয়ে সূর্যের আড়ালে
এরপর রাত হব মিশে যাব আঁধারে।

চিরঞ্জীব সরকার । অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন