দেশের কবিতা - ড. মোঃ সফিউদ্দীন

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৭, ২০১৯ | দেখা হয়েছে: ১৯০১ বার
দেশের কবিতা - ড. মোঃ সফিউদ্দীন

।এক।

গ্রীষ্মে, ঝড়ঝঞ্ঝায়
অপূর্ব রুদ্রমূর্তির একটি দেশ–
বাংলাদেশ।
বরষায়, মুষলধারায়
বৃষ্টির অনুরাগ একটি দেশ–
বাংলাদেশ।
শরতে, কাঞ্চনপ্রভায়
শিশিরে উজ্জ্বল একটি দেশ–
বাংলাদেশ।
হেমন্তে, নবান্নতায়
ফসলের সম্ভার একটি দেশ–
বাংলাদেশ।
শীতে, কুয়াশায়
সূর্যের প্রত্যয় একটি দেশ–
বাংলাদেশ।
বসন্তে, কৃষ্ণরাধায়
মঞ্জরিত জীবন একটি দেশ–
বাংলাদেশ।

।দুই।

শালিখের ঠোঁটে,
চড়ুইয়ের চঞ্চলতায় একটি দেশ-
বাংলাদেশ।
দোয়েলের চোখে,
বাবুইয়ের প্রতিভায় একটি দেশ-
বাংলাদেশ।
রাখালের প্রাণে,
বাউলের একতারায় একটি দেশ-
বাংলাদেশ।
বৈঠার টানে,
জীবনমুখী যাত্রায় একটি দেশ-
বাংলাদেশ।

ড. মোঃ সফিউদ্দীন
টরন্টো, কানাডা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন