সভ্য জীব - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২, ২০২৪ | দেখা হয়েছে: ৫০৪ বার
সভ্য  জীব - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জীব মানুষ 
তবুও  ঘৃণা- উৎকন্ঠা-আতঙ্ক
বাসা বাঁধে মনে; প্রতি পদক্ষেপে। 
সমাজের আনাচে কানাচে 
হায়নার মতো; জ্বল জ্বল করে চোখ, 
বিবেকহীন কিছু সভ্য মানুষের। 

একবিংশ শতাব্দীর দোর গোড়ায় দাঁড়িয়ে;
লজ্জা ভয় স্নেহ মায়া মমতা 
আতস কাচে ধরা কষ্ট;
সভ্য জীবের নমুনা টুকু,
সভ্যতার মুখোশে মোড়া মানুষ। 

চারিদিকে শুধু অবক্ষয় আর অবক্ষয়;
ক্ষয়িষ্ণুতার হাত ছানি চারিদিকে, 
বোবার মতো তাকিয়ে থাকা;
অসহায় মনে হয়। 
অজুহাতের প্যচ  কষতে  হয়
বিবেকের কাছে, 
আমরা কতো অসহায়। 

প্রতিবাদের নামে বিধ্বংসী 
তান্ডব লীলায় মত্ত; শ্রেষ্ঠ সভ্য জীব, 
লজ্জা হয় পরিচয় দিতে 
ডিজিটাল পৃথিবীতে; এরাই সভ্য জীব। 

মানবিক মূল্য বোধ হারিয়ে যাচ্ছে;
মনের দুয়ারে কড়া নাড়ে
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের
নেই কোন হুস,
ডিজিটাল পৃথিবীতে এরাই সভ্য জীব।।

ডাঃ সুভাষচন্দ্র সরকার
উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন