হলুদ ভাবনা - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : জুন ৮, ২০২৫ | দেখা হয়েছে: ৩৪৫ বার
হলুদ ভাবনা - শীতল চট্টোপাধ্যায়

কাশ ছোঁয় ইচ্ছে।
আকাশ পেরিয়ে যায় আকাঙ্খা। তবুও -
তোমার জন্য 'এই'....বলে একটি সলজ্জ শব্দ
পৌঁছুতে পারেনি।
একলা হাঁটা, একান্ত আপন ঘাসগুলোকেই
বলতে না পারার ইচ্ছে কথাটা
বলে ফেলা।
দেখতে পেয়ে একটা রাধাচূড়ার পাশে গিয়ে
দাঁড়াই।
এখন তার হলুদ সময়।
না চাইতেও আমাকে ছুঁয়ে নিলো
দু-একটি ফুল খ'সে।
সযত্নে হাতে তুলেই জানতে চাই
এমনি করেই, ঠিক এমনি করেই কী
ছোঁয়া যায়না?
উত্তর না পাওয়াটাই
ঘুম আসতে দেয়না চোখে, ঘুমিয়ে পড়লেও
বার-বার ভাঙিয়ে দেয় ঘুম।
চোখ থেকে ফুরাতে চায়না যেন রাত,
ইচ্ছে দিয়ে সরে যাওয়ার ধাক্কা দিই,
তবু রাত সরে কই?
ঘুম নেইয়ের বন্ধ- খোলা চোখে
এক সময় রাধাচূড়া রঙের সকাল দেখি
জানলা দিয়ে,
এই হলুদে, হলুদ হওয়ার তোমাকে ভাবি,
ভাবি-আমার এই হলুদ ভাবনায়
তোমার এই থেকে যাওয়াও।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন