পূর্ণচ্ছেদ - শহিদুল ইসলাম জিতু

প্রকাশিত হয়েছে : মে ৯, ২০২৪ | দেখা হয়েছে: ১০০৫ বার
পূর্ণচ্ছেদ - শহিদুল ইসলাম জিতু

তোমাকে খুঁড়ে  আমি পৃথিবী পাই 
পাই, ঘর - দুয়ার  থালা -বাটি
সংসার - গল্প 
অতঃপর আগুন 
পুড়ে ভস্ম হই, হই ছাই 
আলো নি়ভে এলে 
তুমি হাওয়ায় মেলে ধরো মাটির শরীর 
অক্ষরমালা দিয়ে গাঁথো উলুধ্বনি
গভীরে বাজো 
মৃত্যুর মত একা হয়ে।

চোখ দু'টোতে চৈত্রের-খরা  
বহুকাল বৃষ্টি হয় না 
তবুও তুমি মেঘ আনো; 
তৎক্ষনাৎ  বেদনারা প্রত্যবিভাদনে মত্ত হয়

তোমাকে খুঁড়লে 
আমি আগুনের মাঝে গোলাপ পাই 
পাই রাতের হৃদয়।

নির্বেদে যাক; সব 
উড়ে আসুক, 
জীবন্ত ক্ষত
তবুও
অন্ধকার পাশে দাঁড়ালে 
তুমি হও আলো 

তোমাকে খুঁড়ে আমি জীবন পাই 
পাই পূর্ণচ্ছেদ 
তোমাতেই শুরু আমার 
তোমাতেই শেষ।

শহিদুল ইসলাম জিতু
ঢাকা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন