কচুরিপানা - মাথুর দাস

প্রকাশিত হয়েছে : জুন ২৯, ২০২১ | দেখা হয়েছে: ১১৭৭ বার
কচুরিপানা - মাথুর দাস

ভাবছ বুঝি কচুরিপানা, কী জঞ্জাল!
ভরায় পুকুর, নষ্ট করে জলের মান;
বাড়তে থাকে তরতরিয়ে আজ বা কাল,
পুকুরের শত্তুর সে, জলেরই মরণ বাণ!

এ ধারণার পরেও কিছু সত্যি থাকে,
আছে তার হরেক রকম যে উপকার;
থাক্ কিছুটা জলেই যেমন ভাসতে থাকে,
খানিকটা তার তুলে পচাও, সবুজ সার।

কচুরিপানা খাদ্য কিছু জলজ পোকা এবং মাছের,
তার ছায়াতে আশ্রয় নেয় মাছ আর পোকাও নানা;
কচুরিপানায় খাদ্য বানাও গবাদি পশু এবং হাঁসের,
বায়োগ্যাস পেতেই পারো  পচিয়ে কচুরিপানা।

শোষণ করে জলে গোলা অ্যামোনিয়া,  আর
সীসা পারদ  ক্যাডমিয়াম জিঙ্ক  দূষিত জলের;
ফুলও যে সুন্দর তার, সাজিয়ো ফুলদানি-হার,
কচুরিপানা জঞ্জাল, তাও উপকারী চিরকালের।

মাথুর দাস
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন