ক্ষুধার্ত মানবতা - উজ্জ্বল কুমার দাস

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৪, ২০২০ | দেখা হয়েছে: ১৩৫৯ বার
ক্ষুধার্ত মানবতা - উজ্জ্বল কুমার দাস

ত মলিন মুখের চাপা আবেগী অর্থহীন ভাষা খুঁজে পাবো, 
দারিদ্রতা যেখানে রুক্ষ মেজাজে বক্ষ করে বলিয়ান।
নিদারুণ দহনে প্রতিদিন স্বপ্ন ভাঙ্গে অনায়াসে ক্ষুধার্ত চিৎকারে,
মানবতা হল বিলিন আজ আধুনিকতার ছাপে।
কেউ অনাহারে অনাদরে পরে থাকে বুকের স্বপ্ন বুকে চাপা রেখে-
কোন এক নিভৃতে নিরবেই  ক্ষুধার অন্ন জোগাতে।
কেউ আশা নিয়ে করে খেলা নিরাশার তীরে-
বালু দিয়ে বাঁধে ঘর সমুদ্র  তটে ।
সব হল ফন্দি রাষ্ট্র যন্ত্র ধনিদের সাথে করে সন্ধী 
ক্ষুধার্ত মানুষের চাওয়া পাওয়া অদৃশ্য আইনের ফাঁদে-
আটকে দিয়েছে দুর্বল দারিদ্রতার খেতাব দিয়ে অথর্ব করে।
আমি বলি সেই ছন্নছাড়া জীবনে বাঁধন হারা পাখি হয়ে 
নিজেকে বিলিয়ে দিও না সভ্যতার আদলে তৈরি নগ্নতার ভীরে।

উজ্জ্বল কুমার দাস । বাগেরহাট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন