চোখের সবুজ গাছ - সুলতানা শিরীন সাজি

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৬, ২০২৩ | দেখা হয়েছে: ৬১৯ বার
চোখের সবুজ গাছ - সুলতানা শিরীন সাজি

তোমার চোখের আঙিনায় যে গাছটা রেখে এসেছিলাম,
বলেছিলাম, মাঝেমাঝে চোখের জল দিও!

কেমন আছে সেই গাছটা এই জল ঝুমঝুম দিনে?

প্রচন্ড সুখী মানুষের জীবনেও চোখ ভর্তি জলের নদী থাকে!

সুখ কি?
সুখ মানেই তোমার চোখে, আমার চোখের অবাক সাঁতার!
সুখ মানে তোমার কাছে আমার নাকি আমার কাছে তোমার নতুন করে ফিরে আসা!

জলে ডুবতে দিওনা চোখের সবুজ গাছ,
মাঝে মাঝে পাতাদের ছুঁয়ে দিতেই পারো!

জানোতো গাছেরাও আহ্লাদি হয় ভালোবাসার কাছে এলে!

সুলতানা শিরীন সাজি
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন