পূজারি - কাজল দত্ত

প্রকাশিত হয়েছে : মার্চ ১৩, ২০২২ | দেখা হয়েছে: ৬৬৫ বার
পূজারি - কাজল দত্ত

ই পৃথিবীর রঙিন পৃষ্টা থেকে
তুমি বিদায় নিয়েছে।

না,আমি তোমায় বিদায় দি নি,
সুদূর মিসিসিপি হয়ে প্যারিস থেকে
চারটি অক্ষর এনে গ্রন্থি বেঁধেছি কবিতায়।

বজরায় শহরের ধ্বংসাবশেষ থেকে
কিছু গোলাপ আর মতি এনে,
রচনা করেছি তোমার সৌধ,
আমার রক্তাক্ত সাদা কাগজের উপর
তোমার প্রাণ প্রতিষ্ঠা করেছি।

হিমালয় থেকে কিছু নুড়িপাথর এনে
শব্দচয়ন করেছি প্রতিটি অধ্যায়ে।

সাত সমুদ্রের তলদেশ হতে কারণবারি
আনয়ন করে অভিষিক্ত করেছি
তোমার কুঞ্জ বাসরের অধিবাস।সে তো
আমার কবিতা তুমি।

আমার মৃত্যুর হাজার বছর পরও
সেথায় পূজারি রব  আমি। 

কাজল দত্ত। পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন