অচল মুদ্রা - সোমের কৌমুদী

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৮, ২০১৯ | দেখা হয়েছে: ১৪৯৯ বার
অচল মুদ্রা - সোমের কৌমুদী

জাদুঘরে সাজিয়ে রাখা অচল মুদ্রাটা
নিশ্চুপ থেকেই কত কথা বলে যায়।
বর্তমান প্রজন্মের কাছে সে ইতিহাস বলে
তার সময়ের এবং তারও আগের সময়ের।
ফিসফিস নয় বেশ উচ্চবাচ্যেই সে এসব বলে।
হয়ত আমরা শুনি না, শোনার মন নেই তাই
শুধু কান নয় একটা সুন্দর মন দিয়েও এসব শুনতে হয়।

জাদুঘরে সাজিয়ে রাখা অচল মুদ্রাটা
নিশ্চুপ থেকেই কত কথা বলে যায়।
একদিন তার বিনিময়ে পাওয়া বধূর লাল বেনারসির গল্প 
দোকানির বউয়ের সিঁথির সিঁদুরের কথা এই প্রজন্মকে শোনায়।
তার বিনিময়ে কৃষকের পাওয়া ---
মাঠ ভরা সোনালি ফসলের বীজের গল্প
হেমন্তে কৃষানির মুখের হাসির কথা  
একটা প্রজন্মের রাশি রাশি সবুজ স্বপ্নের গল্প
এই যান্ত্রিক নাগরিক প্রজন্মকে শোনায়।

জাদুঘরে সাজিয়ে রাখা অচল মুদ্রাটা
নিশ্চুপ থেকেই কত কথা যায় বলে।
আধুনিক প্রজন্মের নিবিড় পরিচর্যায় 
অচল মুদ্রাটা দিন দিন অমূল্য হয়ে উঠে।

সোমের কৌমুদী । ঢাকা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন