জীবন এক ময়ূরাক্ষী নদী -শেখ মোহাম্মদ হাসানূর কবীর

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৫, ২০২০ | দেখা হয়েছে: ১৩৭৮ বার
জীবন এক ময়ূরাক্ষী নদী -শেখ মোহাম্মদ হাসানূর কবীর

স্বচ্ছ জলের মতন হৃদয় গভীরে
তোমার উপস্থিতি
আমাকে করে তোলে অবাধ্য প্রেমিক।

অথচ, একটুকরো কাগজের নৌকায়
স্বপ্ন-কারিগর হয়ে
ভেসে বেড়াই প্রৌঢ়ত্বের ঘাটে ঘাটে;
কি দারুণ কবিয়াল আমি
জীবনের জলসায়।

জীবন এক ময়ূরাক্ষী নদী
তুমি সিক্তবসনা নারী,
প্রার্থনারত আদিম যুবক আমি-
নিমজ্জন হউক আমাদের
গহীন-অতলে।

শেখ মোহাম্মদ হাসানূর কবীর । সাভার, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন