করোনা প্রার্থনা - কাজী মাসুদ

প্রকাশিত হয়েছে : মে ১৮, ২০২০ | দেখা হয়েছে: ১১৩২ বার
করোনা  প্রার্থনা - কাজী  মাসুদ

ক্ষম ক্ষম হে প্রভু ক্ষম!
এসেছি আজি তোমারই দুয়ারে
হৃদয় যাতনা যম,
ক্ষম ক্ষম হে প্রভু ক্ষম।
জীবন গিয়াছে হাসিতে খেলিতে
ভ্রমে ও ভাবিনা,
সুখের জোয়ারে ফুলেল দুয়ারে
হানিবে করোনা।
অনেক জমেছি প্রাসাদ গড়েছি
দেখিনাই হাহাকার,
গরীবের ধন করি লুন্ঠন
ভোগে জয়-জয়াকার।
মানুষ ঠকাতে করিনাই দিধা
ধর্মের জ্ঞান দিয়া,
ধর্ম আজি ধরিছে গাজি
কাঁপিয়া ওঠে যে হিয়া।
তোমার সৃষ্টি রাখি নাই দৃষ্টি
প্রেমের সুধার পরমে,
এ পাপ কভু মিটিবে না তবু
ঘৃণিত মোরা জনমে।
তোমার স্মরণে অশ্রু নয়নে
শত অঞ্জলি  মম
যমুনার তীরে যপি নতশিরে
ক্ষম ক্ষম হে প্রভু ক্ষম।

কাজী  মাসুদ। যশোর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন