মন খারাপের নিশি গভীরে - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৯, ২০২৪ | দেখা হয়েছে: ৪১৮ বার
মন খারাপের নিশি গভীরে - শীতল চট্টোপাধ্যায়

ন খারাপের আঁধার জমলে
রাতের আঁধারকে ফিকে লাগে তখন।
মন খারাপের রাত্রি স্থায়িত্বে
কখনো জাগেনা ভোর,
মেলেনা সূর্যের দেখা।
মন খারাপে চোখ মেললে -
বাসি শবে সব ফুল, তার ওপর
জমে ওঠা শিশিরঅশ্রু।
মন খারাপের অবস্থানে
পথ হারিয়ে পৌঁছায়নি বাতাস,
অনেকদিন যেখানে পড়েনি চাঁদের আলো,
দূর থেকে মন খারাপের রাতটাকে দেখে ফেলে
উড়ন্ত পাখিরা, দূর থেকেই ফিরে যায়
সামনে না এসে।
মনখারাপির একাকীত্বে খোঁজ মেলেনা
পাশাপাশি হওয়া মানুষেরও।
চেনা যায়না কখন আসে নিয়মের রাত,
মন খারাপের নিশি গভীরে ডুবে যায়
জাগতিক শব্দ।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন