লকডাউনে আছিগো ভাই - দ্বীপ সরকার
লকডাউনে আছিগো ভাই, লকডাউন আছি
স্পর্শের কথা বলি, সেক্সের কথা বলি, কতোনা বাহানার শিস দেই
চোখের ভেতর থেকে ফুরিয়ে যাচ্ছে চাহনীর কলা
থেকে থেকে হা করে চেয়ে থাকে প্রেমিকা- অথচ চুম্বনের কতোনা দিন গেছে
অপেক্ষা বিছিয়ে দিয়েছি ঠোঁটের মাদুরে
বিস্মময়কর বেঁচে থাকা- বেঁচেও আছি, কেনমতে লুকিয়ে আছি ঘরের কোণে
কি যে বসন্তের কথকতা! শিমুল ফুলও বদলে ফেলেছে ফাগুণের শ্রী
করোনার দৌড়ে পালিয়ে বেড়াচ্ছে অদ্ভূত ছোঁয়াচে ঘোড়া
লকডাউনে আছিগো ভাই, ধৈর্য্যের সুনসান পেরিয়ে উতরে গেছে প্রেম ও নিবেদনের পদ্ধতি
কোলাকুলি নেই, স্ত্রীর গাঢ় ঠোঁটও ধর্তব্য নয় এখন-
দ্বীপ সরকার । শাজাহানপুর, বগুড়া
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!