ভুলে গেছি - সিদ্ধেশ্বর হাটুই

প্রকাশিত হয়েছে : জুন ২৩, ২০২৩ | দেখা হয়েছে: ৫৪১ বার
ভুলে গেছি - সিদ্ধেশ্বর হাটুই

মরা ভুলে গেছি আজ দিতে সম্মান- যারা সম্মানীয়,
নিজে চাইলে পাবে কোথায়? সে যে নয় তোমার জন্য।
পিছন ফিরে তাকিয়ে দেখো ছিল সম্মান বড় সম্পদ
যারা দিয়েছিল পেয়েছিল তারা, করেছিল নিজেদের ধন্য।
বর্তমানে তা কোথায় হারিয়ে এসেছে অসম্মানের জোয়ার
সকলেই চলে নিজের খেয়ালে, কেউ করে না কাউকে কেয়ার।
ছোটরা এখন বড়দের মানে না, মানে না গুরুজন
সমাজটা এখন বদলে গেছে, কাউকে কিছু বলার নেই অধিকার।
পূর্বে যারা ছিলেন বয়স্ক ছোটদের করতেন শাসন
ভয়-ভালোবাসা সবই ছিল, নাই বা হোক তার আপন।
দিকে দিকে আজ সম্মানহানি, কে নেবে এর দায়?
সকলেই দেখছে অবাক হয়ে, খারাপ সকলের মন।
কে যে কোথায় পড়বে বিপদে বোঝার নেই উপায়!
কে থাকবে সঙ্গে তোমার, মুখ ঢাকবে কোথায়?
যেখানেই যাবে দেখবে একই, উত্তম কিছু তো নাই
আগে অনেক ভালো ছিল, আমরা যারে ফেলেছি ধরে চিতায়।
অর্থ দ্বারা সম্মান কখনো যায় না ধরে রাখা ……
নিজেকে কর যোগ্য, পাল্টে দাও জীবন যাপন।
চাইলেও আর পাবে না তো -সেই পুরানো সুখের দিন
চলুক প্রয়াস সবার মাঝে আছে যত নোবিনা নবীন-প্রবীণা প্রবীণ।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন