বন্ধু পিতা -শাহ্‌ বাহাউদ্দীন শিশির

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৫, ২০১৯ | দেখা হয়েছে: ১১৪৮ বার
বন্ধু পিতা -শাহ্‌ বাহাউদ্দীন শিশির

স্মৃতিতে তোমার ঐশ্বর্যে ভরা শত গল্পে গাঁথা,
অনুপ্রেরনায় শক্তি যোগায় তোমার বজ্রধ্বনি। 
রক্ত ঘামে মেশা মানুষের আপসহীন অন্তরে,
দেয় জুড়ে তোমার আঁকা বিজয়ের পংক্তিগুলি। 

সুখ তাঁরার আস্থা, ধ্রুব তাঁরার মতই পথের নির্দেশনা, 
আজ অবধি করছে নির্মাণ - আকড়ে দেশের মাটি। 
রাখালের বাঁশিতে আজও বাজে জয় বাংলা তোমার সুরে,
সোনার বাংলা গানে উঠে ভেসে তোমার স্বপ্নের প্রতিছবি।

রক্ত ঋণে ভাসে জাতি পনরই আগস্টের গ্লানির প্লাবনে,
লাভার মতই করে সৃষ্টি তোমার কল্পনার অপূর্ব পটভূমি। 
ছড়িয়ে সোনা ফলা মাঠে আর ধানসিঁড়িটি প্রতিটি বাঁকে, 
বন্ধু থেকে পিতা তুমি নকশি কাঁথায় দেশের প্রতিটি বুননি।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির
আগস্ট ১৫, ২০১৯
অটোয়া, কানাডা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন