জাত - তন্ময় সিংহ রায়

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৪, ২০২০ | দেখা হয়েছে: ৯৯৮ বার
জাত - তন্ময় সিংহ রায়

জাত খাদ্য ভরায় না পেট, শুধু দুটো ভাত।
সব জাতটাই সমান, যখন পাকস্থলীর আর্তনাদ!
হিমোগ্লোবিন যে জাত চেনে, সে জাত জানি মানুষ,
জাতের বড়াই সৃষ্টি করে, মিছেই ওড়াস ফানুস।
সৃষ্টি শুধু জরায়ু চেনে, তোরা চিনিস জাত,
ভিন্ন জাতের নিয়ম বেঁধেও, ভিন্ন হয়না ভাত।
অক্সিজেন’টা যে জাত চেনে, সে জাত বুঝি মানুষ,
জাতের বড়াই সৃষ্টি করে, কেন ওড়াস ফানুস?
মিথ্যে জাতের কারসাজিতে, রাজনীতির’ই গন্ধ!
শিক্ষা-দীক্ষা, বিবেক, বুদ্ধি, সবই তোদের অন্ধ?
গীতা, কোরান, যুদ্ধ চায় না, চায় যে ভালোবাসা!
বাইবেলটাও ওঠে বলে, এক’ই আমার আশা!
যে মা তোদের জীবন দাতা, সে জাত চেনে কই?
সূর্যটা’ও আজ হেঁসে বলে, আমি হিন্দু নই।
জলের সাথেও ধর্মবাজি, বা-রে সম্মান!
জল হল হিন্দু আর পানি মুসলমান।
ধর্ম হয়না বিভেদকারী, বিভেদ মোদের কর্ম,
জাত সমুদ্রে তলিয়ে যে আজ মানবতার ধর্ম।
লজ্জা ঢাকিস বস্ত্র দিয়ে, মনুষ্যত্বের বস্ত্র?
আজও কি তা বুঝিসনা, ভালোবাসাই অস্ত্র?
হেমলক দে হিংসাটা’কে, তবেই তোরা মানুষ,
উড়ুক এবার বিশ্ববাসীর ভালোবাসার ফানুস!!

তন্ময় সিংহ রায়
নতুনপল্লী(পূর্ব), কোলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন