অসম্পূর্ণ পূর্ণচ্ছেদ - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ২০, ২০২৪ | দেখা হয়েছে: ৪৪৩ বার
অসম্পূর্ণ পূর্ণচ্ছেদ - শীতল চট্টোপাধ্যায়

থ এখন সবচে' বেশি অচেনা।
নিজের কর্মবৃত্ত এখন সবচে'বেশি বিশ্বাসঘাতক।
সম্পর্ক শব্দটা কোনো মিউজিয়ামে এখন
রাখা হয়তো!
বন্ধু শব্দ এখন
অন্তরের আন্তরিকা বিহীন।
একটি মানুষেরই অনেক ছায়া আজ,
ভূমিকা আর উদ্দেশ্য
অধরায় তাই, স্পর্শ করেও সে মানুষকে
ধরা যায়না আজ।
নিজেতে-নিজের থাকার নিশ্চয়তা হারায় রোজ,
প্রতিদিন মানুষের অসম্পূর্ণ পূর্ণচ্ছেদের প্রশ্ন হয়না
কেন?

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন