শেষপর্যন্ত - মুতাকাব্বির মাসুদ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২০, ২০২০ | দেখা হয়েছে: ৮৬৭ বার
শেষপর্যন্ত - মুতাকাব্বির মাসুদ

সেইতো ভালোবাসলে, ঘরও বাঁধলে,
কোথা থেকে এলো কালবোশেখি ঝড়?
ভেঙ্গে দিলো ঘর! সিনার ভেতর কুদরতি নহর,
দোলনায় দুলে বরফ চুম্বন, সীদতি প্রেমের করকা!
চোখের ভেতর জলের ডোবা, ঢেউয়ের ভাঁজে সেই ব্যথা,
যেখানে কেবল তুমি!
তিথিগুলো আজ অতিথি, ফোঁটায় ঝরে দরিয়ার জল,
কষ্টগুলো সাঁতার কাটে আগের মতোই
তোমাকে না দেখলে যেমন!
তবুও কষ্ট যেনো কালাপাহাড়, ঝেঁকে বসে তোমার ঠোঁটে
গোলাপি রোদের কোণে!
সে কষ্ট শিস দেয় আমার বয়সী চোখে,
মন্দ প্রথায় নীলাম্বু জেগেছে নীরজা নিশির কোলে!
সিনার ভেতর মুচড় খেলে, উষ্ণ জলে তেতো নোনা স্বাদ!
ঝরে বিন্দু ঝড়ে জলের ঘরে,
তবে কী নহলী প্রেম শেষপর্যন্তও নদিত হয়
আঁধার তরঙ্গ বিবরে?

মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন