আমার প্রেমনদী শুকিয়ে গেছে - এম এ ওয়াজেদ

প্রকাশিত হয়েছে : জুন ৮, ২০২৫ | দেখা হয়েছে: ৫২৭ বার
আমার প্রেমনদী শুকিয়ে গেছে - এম এ ওয়াজেদ

তোমার কুসুমকাননে আজ আমি প্রেমের গান গাই না 
আমার গানগুলো কোনদিন সভ্য ছিলো না 
সেগুলো না ছিলো শ্রুতিমধুর না ছিলো প্রাণসঞ্চারী

স্মৃতিকাতরতা আমার প্রেমের প্রেসক্লাবে 
ফিরিয়ে আনে যন্ত্রণার পুষ্পহীন গ্ৰীষ্মমণ্ডলীয় অভিসার 
জীবনের আমলনামা ধরতে পারেনা ব্যঞ্জনার মধুরতা 

রাজমুকুট পরিহিতা যে মানবী নাম তার মধুমিতা 
কোনো এক বসন্তের ভোরে ভালোবাসার ফুল দিয়ে 
বলেছিলো " তোমার ভালোবাসার নদীতে সাঁতার কাটবো "

সেই কবে সুকুমার রায়ের পাগলা দাশু পড়ে 
বাউন্ডুলে স্বভাব তীব্র থেকে তীব্রতর হয় 
নজরুলের শিউলি মালা আমি আর কুড়াতে পারিনি 

ভেবেছিলাম জসীমের নকশী কাঁথার মাঠের সাজু সেজে 
চিরন্তন বিরহের বাঁশিতে সুর তুলবো
অভিমানী রূপাই স্বামী সন্তান নিয়ে আজ দারুন ব্যস্ত 

আর্জেন্টিনার ষোড়শী ভিক্টোরিয়া ওকাম্পো
পেতে চায় মনীষাদীপ্ত কবিগুরু রবীন্দ্রনাথের যন্ত্রণাঘাত
আর নার্গিস! তার অশ্রুগুলো যেন বেদানার শিশির ফোঁটা 

বসন্তকোকিলের বেদনার গান আমি আর শুনি না 
আমার প্রেমনদী সেই কবে শুকিয়ে গেছে ।

এম এ ওয়াজেদ 
নওগাঁ সদর, নওগাঁ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন